হাজীগঞ্জ

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর পরিবারকে ফিরে পেলো শিহাব

চাঁদপুরের হাজীগঞ্জে পাওয়া শিশু শিহাবের পরিচয় পেয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। শিশুটিকে হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যার একটু আগে উপজেলার বাকিলা পশ্চিম বাজারের স’মিল মালিক জাহাঙ্গীর হাওলাদার তাঁর মিলের সামনে বসে থাকতে দেখে এগিয়ে আসেন। ‘ঢাকার ছেলে শিহাব হাজীগঞ্জে এলো কিভাবে?’- শিরোনামে শুক্রবার সন্ধ্যায় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, শিশু শিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা মতিঝিল থনার শরণাপন্ন হন। সেখান থেকে একজন কর্মকর্তাসহ পুলিশের একটি দল শিহাবের দেওয়া বাসার ঠিকানা আরামবাগ ফকিরাপুল এলাকার গরমপানি গলির হাজীর বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় যায়।

কিন্তু সেখানে গিয়ে জানা যায় শিহাবের পরিবার সেখানে থাকে না। পরে ওই বাড়ির মালিকের কাছ থেকে শিহাবের বড় বোন আকলিমার মুঠোফোন নম্বর সংগ্রহ করে মতিঝিল থানা পুলিশ। এরপরই পুলিশ আকলিমাকে তাঁর ভাইয়ের খোঁজ দেয়। সেই সূত্র ধরে ভাইকে নিতে রাত ৮টার দিকে হাজীগঞ্জ থানায় হাজির হন আকলিমা।

পুলিশ আরো জানায়, গরমপানি গলির ওই বাড়িতে শিহাবরা এক সময় ভাড়া থাকতো। তবে তাদের মূল বাড়ি হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও। তার বাবার নাম মিজানুর রহমান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আমরা শিহাবকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত। রাতেই তার বোন আকলিমার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শিহাবকে।

আগের সংবাদটি দেখুন- ঢাকা থেকে হারিয়ে যাওয়া শিশু হাজীগঞ্জে :পরিবারের কাছে ফিরে যেতে কান্না

করেসপন্ডেন্ট

৬ জুলাই ২০১৯

Share