জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে এটি। এখন চলছে নির্মাণপূর্ব প্রস্তুতি। ছবিটি নির্মাণ করবেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।
ছবিটির নির্মাণ প্রস্তুতির অংশ হিসেবেই সোমবার রাতে ঢাকায় এসেছেন শ্যাম বেনেগাল। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের সঙ্গে শ্যাম বেনেগাল বৈঠক করবেন।
২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন বলিউডের এই পরিচালক।
এই চলচ্চিত্রে মূল পরিচালক হিসেবে শ্যাম বেনেগাল দায়িত্ব পালন করলেও তার সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকার কথা আছে। ছবিটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারত থেকে ১৯ সদস্যবিশিষ্ট একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশের পক্ষে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।
বার্তাকক্ষ
২ এপ্রিল ২০১৯