মতলব উত্তর

মতলবের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের ২০১৯-২০ইং সালের একাদশ শিক্ষার্থীদের নবীন বরন শনিবার (২০ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি শিল্পপতি মোঃ আনিসুল হক। এতে নতুন শিক্ষষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ মো. হুমায়ুন কবির।

সভাপতি বলেন, সুশিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি হয়। সুশিক্ষার মাধ্যমে মানুষের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। মানুষের দৃষ্টিভঙ্গি, আচার-আচরণের ইতিবাচক পরিবর্তন আসে। মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। আত্মিক গুণাবলির উন্মেষ ঘটে। দক্ষতা ও সক্ষমতা তৈরি হয়।

এর ফলে মানুষ সৎ, চরিত্রবান ও নীতি নৈতিকতার ধারক হিসেবে গড়ে ওঠতে পারে। মানবসম্পদে পরিণত হয়। শিক্ষার্জনের মাধ্যমে একজন মানুষ সর্ব বিবেচনায় সমাজের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। প্রকৃত মানুষে পরিণত হয়। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ।

আনিসুল হক কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে রয়েছে জাতি। কাজেই তোমাদেরকে সপ্নের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব নিয়ে মুক্তিযদ্ধোর চেতনা নিয়ে প্রত্যেককে মেধাবী ও সুনাগরিগ হিসেবে গড়ে তুলতে হবে। স্কুল জীবন পেরিয়ে তোমরা এখন কলেজ-এ পা দিয়েছো। তোমাদের সামনে এখন রঙিন স্বপ্ন হাতছানি দিচ্ছে। তোমাদের স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নটি হবে নিজেকে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার।

আরো বক্তৃতা করেন, কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আনিসুল হকের সহধর্মিনী ও শিক্ষানুরাগী রেহেনা সুলতানা ববি, দাতা সদস্য মোঃ মশিউর রহমান দাধন, মোঃ আসাদ উল্লাহ, মোঃ বাবুল মেম্বার, মোঃ রসুল মেম্বার, শিক্ষক প্রতিনিধি মোঃ আনিসুর রহমান, মোঃ বশিরুল উল্লাহ সরকার, মোঃ আক্তার উদ্দিন,অভিভাবক প্রতিনিধি আকলিমা বেগম, রোকেয়া বেগম রুমা, কলেজের শিক্ষক গোলাম ফারুক কাউসার, খালেদা আক্তার, জহুরুল ইসলাম, নিলয় চন্দ্র দাস, হাইস্কুলের শিক্ষক মোঃ কামাল আহমেদ, মোঃ শাজালাল প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৯৬ নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এটি ছিলো অত্র কলেজের প্রথম নবীন বরন অনুষ্ঠান।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২০ জুলাই ২০১৯

Share