Home / উপজেলা সংবাদ / কচুয়া / দ্বিতীয়বার মনোনিত হওয়ায় কচুয়ায় ফুলে সিক্ত উপজেলা চেয়ারম্যান শিশির
shajahan-shishir

দ্বিতীয়বার মনোনিত হওয়ায় কচুয়ায় ফুলে সিক্ত উপজেলা চেয়ারম্যান শিশির

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে মনোনিত হওয়ার পর সোমবার দুপুরে ঢাকা থেকে কচুয়ায় আসেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ্জাহান শিশির।

তাঁর আগমনে দুপুরের আগেই শতাধিক নেতাকর্মী মোটর সাইকেল ও গাড়িবহর নিয়ে হাজির হন কচুয়া ও দাউদাকান্দি সীমান্ত এলাকায়। এসময় শাহজাহান শিশির তার সরকারি গাড়ি থেকে নেমে সমর্থকদের গাড়ীবহর ট্রাকে উঠে নেতাকর্মীদের অভিবাদন ও শুভেচ্ছা জানান।

পরে সাচার বাজারে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে সাচার বাজারে পথ সভায় বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আপনারা আমাকে এত ভালোবাসেন তা আমার জানা ছিলনা। জননেত্রী শেখ হাসিনা’র আন্তরিকতায় ও ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সহযোগিতায় ও আপনাদের দোয়ায় নৌকা প্রতীক পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আপনাদের সমর্থন পেয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে এ ঋণশোধ করে কচুয়াকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিবো। পালাখাল কলেজ গেট এলাকায় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেনের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান পদে শাহজাহান শিশির পুনরায় মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান।

পরে একই ভাবে বাতাপুকুড়িয়া, চাংপুর শিমুলতলী, উত্তর পালাখাল, কলেজ গেইট, বাছাইয়া, ঘাগড়া, আকানিয়া, কচুয়া বিশ্ব রোড, সুবিদপুর, মনোহরপুর, নোয়াগাঁও, পালগিরী, রহিমানগর, আমুজান, আশ্রাফপুর কাঁঠাল বাগান ও নিজ গ্রাম জগতপুরে দু’পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। শো-ডাউন শেষে বিকেল ৫ টায় ফিরে আসেন কচুয়া উপজেলাস্থ সরকারি নিজ বাসবভনে।

এসময় ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ও মাহাবুব ব্যাপারিসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে তাক লাগাতে বাস ভবন সড়কে ফুলের গালিছা তৈরী করেন।

এসময় শাহজাহান শিশির ওই গালিছা দিয়ে হেঁটে বাসায় উঠেন। একই দিন বিকালে কোয়া খাঁন বাড়ি নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ জহির খান, শাহজাহান খান, বিল্লাল খান, ইমান খান, ফজলুল হক, মোস্তফা খানসহ অন্যান্যরা।

দিনভর উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের গাড়ি বহরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা খানম, উপজেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ দলীয় কয়েকশতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২৫ ফেব্রুয়ারি, ২০১৯