সিএনজি চালক নুরুজ্জামান বচন। প্রায় আট মাস ধরে ভুগছে মরণব্যাধি ক্যান্সারে। দারিদ্র পরিবারের বচন ঢাকা মহাখালী সেন্ট্রাল হাসপাতাল কয়েকদিন চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে এসেছেন।
নুরুজ্জামান বচন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মোহাম্মদ গোলাম রহমানের ছেলে। এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক এই বচন। টাকার অভাবে তার চিকিৎসা সেবা থমকে দাঁড়িয়েছে। প্রয়োজন মানবিক সাহায্য।
স্ত্রী ফাতেমা আজ সকালে বলেন,ঢাকা মহাখালী সেন্ট্রাল হসপিটাল এর কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন প্রায় ২৯ টি থেরাপি দিতে হবে। এছাড়া থেরাপি গুলো দিতে অনেক টাকার প্রয়োজন। আমি আর টাকার ব্যবস্থা করতে পারিনি। তাই বাড়ি ফিরে এসেছি।
তিনি জানান, আমার স্বামী সিএনজি চালক। অন্যের সিএনজি ভাড়া এনে চালাতো। আমার স্বামীর কিছু হলে আমি মেয়ে ও ছেলেকে নিয়ে কিভাবে বাঁচবো। আমার স্বামীকে বাঁচাতে চাই। সবার সাহায্য প্রয়োজন।
নুরুজ্জামানের বয়স প্রায় ত্রিশ বছর। দুরারোগ্য রোগে চেপে বসলো। বাম গালে ক্যান্সার নামের মরণব্যাধি। এই পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করে উন্নতি না হয়ে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এখন সে অর্থ নৈতিকভাবে অসহায় সম্বলহীন। এখন চিকিৎসা চালানোর মত কোন অবস্থা তার নেই।
সহযোগিতা করতে হলে তার স্ত্রীর সাথে ০১৮৩৯৫৫০২৫২ নম্বরে কথা বলে ০১৮৪৭১১৫৪৯৯ বিকাশ এজেন্ট নাম্বার টাকা পাঠাতে পারেন।
সিনিয়র করেসপন্ডেট
২০ এপ্রিল,২০১৯