চাঁদপুরে চিত্রলেখার মোড় রাজু চত্বরে ‘ শহীদ রাজু ভাস্কার্য ’ নির্মাণ শেস হওয়ার পথে। ’৯০ এর গণঅভ্যূত্থানে তৎকালীন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র রাজু স্বৈরশাসকের আমলে পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হন।
তাঁর স্মৃতিকে নতুন প্রজম্মের কাছে তুলে ধরার জন্যে চিত্রলেখার মোড়কে প্রথম শহীদ রাজু চত্বর নামকরণ করার পর বর্তমানে শহীদ রাজু ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।
এর ডিজাইনার হচ্ছেন-চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম। প্রায় দু’বছর আগে এর ডিজাইন অনুমোদন হওয়ার পর এর নির্মাণ কাজও শুরু হয়। অজ্ঞাতকারণে মাঝপথে এস এর কাজ থেমে যায়। চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের আন্তরিক প্রচেষ্ঠায় পুনরায় এ কাজ শুরু করে চাঁদপুর পৌরসভা ।
চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘ শহীদ রাজু ভাস্কর্যের ব্যাস সাড়ে ৪ ফিট এবং উচ্চতা ১২ ফিট। এটি টাইস দ্বারা চারপাশ মোড়ানো,টেরাকোটায় প্রতিচ্ছবি, উন্নত লাইটিং ব্যবস্থা ও নানাধরণের যানবাহনের অযাচিত অঘাত থেকে রক্ষার জন্যে প্রয়োজনীয় নেট থাকবে।
এর প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। শহীদ রাজু যেহেতু এখানেই শহীদ হয় সেহেতু তিন রাস্তার দিকে তিন উইয়িংস থাকবে। তাঁর প্রতিচ্ছবি’র টেরাকোটা ও ওই তিনটি উইয়িংসে তার বন্ধুদের কাল্পনিক প্রতিচ্ছবি’র টেরাকোটা থাকবে। সৌন্দর্যবর্ধনের জন্যে চারপাশে বৃক্ষরোপণ করা হতে পারে।’
নগর পরিকল্পনাবিদ আরো বলেন , ‘৩ রাস্তার মোড়ের যে দিক থেকেই মানুষ বা যানবাহন আসুক না কেন খুব সহজেই যে কেহই যেন বুঝতে পারে এটি ‘শহীদ রাজু ভাস্কর্য।’ মূলত: চাঁদপুর শহরের সৌন্দর্য বর্ধনে এটিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হবে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘ নভেম্বরের মধ্যেই এর কাজ সম্পন্ন করা হবে। সম্ভবত:১৩ ডিসেম্বর তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকীতে এর উদ্ভোধন করার সম্ভাবনা রয়েছে।’
শহীদ রাজু ভাস্কর্যটি নির্মিত হলে নতুন প্রজন্মের কাছে বিষয়টি ইতিহাস হয়ে থাকবে ও চাঁদপুর শহরের সৌন্দর্যবর্ধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিবেদক : আবদুল গনি
১৭ নভেম্বর ,২০১৮ শনিবার