Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ৭ মাদক মামলার অভিযুক্ত গ্রেপ্তার
seven-smuggling-case

মতলবে ৭ মাদক মামলার অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক মাদক সম্রাট ও সাতটি মামলার আসামী ফিরোজ বাবু (২৯) গ্রেপ্তার হয়েছে। উপজেলার মোহনপুর-এখলাসপুর এলাকার মাদক বেচা-কেনার ভয়ংকর মাদক কারবারী ফিরোজ বাবু বৃহস্পতিবার (২৯ মে) শেষ রাতে অবশেষে ৫৫ পিচ ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি দল মতলব উত্তর থানা পুলিশ এখলাছপুরে গভীর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী ফিরোজ বাবুকে গ্রেপ্তার করা হয়। অন্য দুইটি মাদক মামলার ওয়ারেন্টমূলে পুলিশ তাকে তার বসত বাড়ী হতে ধরতে গিয়ে ৫৫ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করে।

সে এখলাছপুর গ্রামের মজিবুর রহমান বেপারী’র ছেলে। তাকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধারের ঘটনায় ও মূলতবী ২ টি মাদক মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে নিম্নবর্ণিত ৭টি মামলা আদালতে বিচারাধীন আছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যুদ্ধ চলতে থাকবে। যত বড় মাপের লোকই মাদকের সাথে সম্পৃক্ত থাককু না কেন। তাকে আইনের আওতায় আনা হবেই।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২৯ মে ২০১৯