ফরিদগঞ্জ

আমরা চাই মাদক ও দুর্নীতিমুক্ত ফরিদগঞ্জ : সচিব নুরুল আমিন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগনের সাথে এসডিজি ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুরুল আমিন।

ওই অনুষ্ঠানে ফরিদগঞ্জের ইউএনও আলী আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পরিকল্পনা বিভাগের সচিব নুরুল আমিন বলেন , আমরা চাই মাদকও দুর্নীতিমুক্ত ফরিদগঞ্জ। তাহলে এসডিজি অর্জন সম্ভব হবে ।

প্রশাসন ও জনপ্রতিনিধিদেও উদ্দেশ্যে বলেন , টেকসই উন্নয়ন অর্জনের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করতে হবে । সরকারের সেবাগুলো সঠিকভাবে জনগনের কাছে পৌচাতে হবে । উন্নয়ন কর্মকান্ডগুলো দুর্নীতিমুক্ত হতেহবে ।

এসময় উপস্থিত ছিলেন , সচিব (অবঃ) নাসরিন আক্তার , উপজেলা চেয়ারম্যান আ্যডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম হোসেন,মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা , সহকারি কমিশনার (ভূমি)মমতা আফরিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ( শিপন), উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার ওসি তদন্ত ওয়াহিদুর রহমান প্রমুখ।

উপজেলা অডিটরিয়মে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা œ ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপরে ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া (কামিল ) মাদরাসার হল রুমে মাদরাসা শিক্ষা মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা , শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করনের পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে ।

অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশ্রাফী , জমিয়াতুল মুদারেসিনের উপজেলা সভাপতি এ .এইচ.এম. আনোয়ার মোল্লা, সাধারন সম্পাদক মাও মো. মিজানুর রহমান খন্দকার প্রমুখ।

এরপর কড়ৈতলী ও শোল্লায় দুটি নির্মানাধীন ভবনের কাজ পরিদর্শনসহ উটতলি ব্রিজের নকশা উম্মচন করেন ।

বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত স্থানীয় ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পোশাক তৈরী প্রশিক্ষন র্কোসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের কে স্বাবলম্বী হয়ে ভুমিকা রাখতে হবে । এসময়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান , উপজেলা নির্বাহী অফিসার মো.আলী আফরোজ, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর মো. সামসুজ্জামান , আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন মিন্টু পাটওয়ারী ,যুব উন্নয়ন কর্মকর্তা মো. ্ইব্রাহিম মিয়া প্রমুখ ।

প্রতিবেদক : শিমুল হাছান, ১৯ অক্টোবর ২০১৯

Share