‘সুন্দর আগামীর জন্য কাবিং’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ৫ম জেলা কাব ক্যাম্পুরীর সফল সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা নামানোর মধ্য দিয়ে ৫ম জেলা কাব ক্যাম্পুরীর সমাপ্ত হয়।
সমাপনী দিনে জাতীয় পতাকা নামান অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মো. মইনুল হাসান। সকাল ৯টায় সমাপনী বক্তব্য রাখেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী।
এসময় বক্তারা বলেন, সারা বাংলাদেশে চাঁদপুর জেলা স্কাউট অনেক ভালো করছে। আজকের এ সুন্দর আয়োজন তার প্রমান। এখানে যে শিশু-কিশোররা উপস্থিত রয়েছে তাদের সামনে জাতির জনকের সোনার বাংলা বির্নিমানের এক খন্ড বাংলাদেশ। একথা তাদের বুঝিয়ে দিতে হবে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই কোমলমতি শিশু-কিশোররা আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ হয়ে গড়ে উঠবে। আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন, স্কাউট চাঁদপুর-লক্ষীপুর অঞ্চলের উপ-পরিচালক দয়াময় হালদার, স্কাউট কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শামছুল আরেফিন, জেলা স্কাউটস কমিশনার গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, জয়েন্ট সেক্রেটারী মাকসুদুর রহমান, জেলা রোভার স্কাউটস সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা কাব লিডার তহমিনা, উড ব্যাজার প্রফেসর মো. ওয়ালিদসহ আরো অনেকে।
জেলা স্কাউটস সাধারণ সম্পাদক অজয় ভৌমিক বলেন, জেলা ক্রীড়া সংস্থা যে সহযোগিতা করেছে তা সত্যি প্রশংসার দাবী রাখে। এজন্য ক্রীড়া সংস্থার কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। চাঁদপুর স্টেডিয়ামে জেলার ৮ উপজেলার ৭৭টি বিদ্যালয়ে ৭শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম জেলা কাব ক্যাম্পুরী আয়োজন করে জেলা স্কাউটস।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২৫ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur