চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ধোধনী রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জাতীয় স্টেডিয়ামের ভিআইপি হল রুমে অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান।
তিনি বলেন বিজ্ঞান কোন জটিল কিছু নয়। আর সে বিষয়ে নিজেকে জানতে হবে। যে ব্যক্তি বলে আমি জানি, তারমত বোকা আর কেউ নয়। মানুষের জানার কোন শেষ নেই।মানুষ নিজেই একজন বিজ্ঞান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমরা যারা এই বছর মেলা অংশগ্রহন করতে পারো নি,তোমরা ঘুরে ঘুরে স্টলে দেখবে এবং তা জানার জন্য চেষ্টা করবে যেন আগামী বছর তোমরা আবার এই মেলাতে অংশগ্রহন করতে পারো।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেরিন ইনিষ্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আকবর আলী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট্য ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া।
এসময় আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহনকারী শিক্ষার্থীদেরকে কুইজ প্রতিযোগিতা করায় এবং কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো: আশরাফী ও পবিত্র গীতা পাঠ করেন মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নবনীতা চক্রবর্তী।
মেলাতে প্রায় ৫০টি স্টল স্থাপন করা হয়েছে। এতে চাঁদপুরের স্কুল ও কলেজ এর শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রযুক্তি নিয়ে অংশগ্রহন করে। আলোচনা পর্বের শুরুতে প্রধান অতিথি বিভিন্ন স্টল প্রদক্ষিন করেন এবং প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
১৬ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur