৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দু’দিন ব্যাপি এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি।
উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।
পরে ইউএনও মোঃ আলী আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা মেধাবী জাতি। আমাদের শিক্ষার্থীরা তাদের স্টল গুলোতে উদ্ভাবিত নুতন প্রকল্পগুলোই বলে দেয়, আমরা মেধাবী জাতি। গ্রাম হবে শহর মাননীয় প্রধান মন্ত্রী যেই ঘোষণা দিয়েছেন, আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তা হাতে কলমে উপস্থাপন করেছেন। প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা পরিবেশ রক্ষা করতে পারি, সেটিও তারা করে দেখিয়েছেন। তাই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা আমাদের সকলের দায়িত্ব।’
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুল হক, থানা অফিসার ইনচার্জ মো. আবদুর রকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আল রেজা আশরাফি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০১৯