কচুয়া

কচুয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ সম্পাদক আলাউদ্দিন

ভোটাভুটি নয় সমঝোতার মাধ্যমে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কমিটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।

কার্যকরি কমিটির নতুন সভাপতি পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়েল লাইব্রেরীয়ান মো. ইমাম হোসেনকে মনোনিতকরা হয়।

এছাড়াও সাবেক সভাপতি,তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পাটওয়ারীকে সভাপতি মনোনিত করে আগামী তিন বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠণ করা হয় এবং ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

নির্বাচন পর্ব শেষ হওয়ার পরে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

এসময় তিনি শিক্ষক সমাজের প্রতি সমর্থন জানিয়ে সমঝোতার ভিত্তিতে গঠিত কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করেন ও নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি অভিনন্দন ও শুওভচ্ছা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানু রহমান। এসময় নির্বাচন কমিশনের আহবায়ক অজিত কুমার কর, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন পাটওয়ারী ও বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনসহ অন্যানারা উপস্থিত ছিলেন।

এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১৭ এপ্রিল, ২০১৯

Share