সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে ১০ আগস্ট হজ্ব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তুমাইর এলাকায় জিলহজ মাসের চাদঁ দেখা গেছে বলে জানিয়েছে। শুক্রবার থেকে জিলহজ মাস শুরু হবে।
ফলে হজের অংশ হিসেবে হাজিরা ৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। ৯ আগস্ট সারাদিন মিনায় অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন হাজিরা। ১০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
এদিকে বাংলাদেশে শুক্রবার (২ আগস্ট) চাঁদের সন্ধান করা হবে। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-৯৫৫৯৬৪৩, ০২-৯৫৫৫৯৪৭, ০২-৯৫৫৬৪০৭ ও ০২-৯৫৫৮৩৩৭, ০২-৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
বার্তা কক্ষ, ২ আগস্ট ২০১৯