চাঁদপুর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপনাকে স্যালুট

আশিক বিন রহিম

অপরকে সম্মান জানানোর মতো যোগ্যতা সবার থাকে না। একজন সম্মানিত ব্যক্তিই পারেন আরেকজন সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান দিতে। আজকাল গুণিজনকে সম্মান জানানোর মতো সম্মানিত লোকের সংখ্যা হতাশজনক ভাবে কমে আসছে। যার ফলে গুণকর্মে আগ্রহীর সংখ্যাও কমে যাচ্ছে দিনে দিনে। এ জন্যেই হয়তো প্রজ্ঞজন বলে গেছেন ‘যে দেশে গুণিদের কদর নেই, সেই দেশে গুণিলোক জন্মায় না।’

মুখলেছুর রহমান মুকুল চাঁদপুরের একজন আধুনিক ধারার শক্তিমান কবি ও গীতিকার।

বেশ কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে শয্যাশায়ী আছেন। এবচর সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরুপ জেলা শিল্পকলা একাডেমী চাঁদপুর পদক পেয়েছেন কবি মুখলেছুর রহমান মুকুল। গুরুতর অসুস্থ ও হাঁটতে-চলতে সক্ষমতা হারানো কবি তাঁর সম্মাননাটি গ্রহণ করতে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি। তাই কবির হাঁতে তার সম্মাননা ক্রেস্টটি তুলে দিতে কবির বাড়িতেই ছুটে গেলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সাথে ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এমন দৃশ্য দেখে যে কারোই শ্রদ্ধায় মন ভরে উঠবে নিশ্চিত। তারা উৎসাহ পাবেন ভালো কাজ করার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সময়ে এমন উধার মন, বিনয়ী, ভালোবাসা আর শ্রদ্ধা জানানোর মতো মন্ত্রী-এমপি, সরকারি কর্মকর্তা খু্ব কমই আছেন। আপনাকে স্যালুট এবং সহস্র শ্রদ্ধা রইলো প্রিয় শিক্ষামন্ত্রী, চাঁদপুরের গর্ব ডা. দীপু মনি এমপি।

আপনি পারেন, এবং আপনিই পেরেছেন মানুষকে এমনভাবে ভালোবাসতে। আপনি দেখিয়ে দিলেন একজন কবি তথা গুণিজনকে কিভাবে সম্মান জানাতে হয়।

আর এটি সম্ভব হয়েছে আপনি নিজেও একজন সম্মানিত গুণি মানুষ বলেই। আপনার পিতা ভাষাবীর এমএ ওয়াদুদও একজন নন্দিত রাজনীতিক এবং গুণি মানুষ ছিলেন। আপনার শরীরে যে তারাই রক্ত বহমান। আমরা গর্বিত আপনার মতো একজন সম্মানিত সংসদ সদস্য পেয়েছি বলে। আমাদের গর্বের জায়গাটি আপনার সুন্দর কাজের মাধ্যমে অনেক উচ্চতায় পৌঁছে যাচ্ছে। আরো যাক।

পরিশেষে একটি কথা বলতেই হয়। পদ-পদক আর পুরস্কার লোভি কতিপয় লেখকরা এর থেকে শিক্ষা নিতে পারেন। পদ-পদক আর পুরস্কারের লোভে অন্ধ হয়ে যা করেছেন, তা ছেড়ে দিন। কাজ করুন সুন্দরের সাথে। দাম্ভিকতা, আত্মঅহংকার ছেড়ে দিন। মানুষকে ভালোবাসতে শিখুন। প্রকৃতিই তার যোগ্য সম্মান আর পুরস্কার আপনার হাতে তুলে দিবে।

লেখক: কবি ও সাংবাদিক, সাধারণ সম্পাদক: সাহিত্য মঞ্চ, চাঁদপুর।

লেখাটি একান্তই লেখকের নিজস্ব মতামত, এর সাথে সম্পাদকীয় বা সংবাদ নীতির মিল নাও থাকতে পারে। তাই লেখার দায়ও  সম্পূর্ণ লেখকের- চাঁদপুর টাইমস

Share