চাঁদপুর শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডা হাড্ডি লড়াইয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রাত প্রায় ১০ টায় ৫৮ টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে প্রার্থী ফরিদ উল্যাহ চৌধুরী ২১হাজার ১শ’ ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ২১হাজার ৫১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে তোফায়েল আহমেদ ইরান ১৪হাজার ৫শ’ ৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম (চশমা) পেয়েছেন ১১হাজার ৮শ’ ৩০ ভোট।
এছাড়া টিওবয়েল প্রতীক নিয়ে মোঃ ওমর ফারুক পেয়েছেন ৯ হাজার ৪ শত ৬৪ ভোট, তালা প্রতীক নিয়ে মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ২ শত ৯৪ ভোট ও মাইক প্রতিক নিয়ে মোঃ ইব্রাহিম খলিল পেয়েছেন ১ হাজার ৭ শত ৮৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন হাঁস প্রতীক নিয়ে কামরুন্নাহার, তিনি পেয়েছেন ২১ হাজার ৯ শত ৮ ভোট। তার নিকট তম প্রতিধন্ধি হাসিনা আক্তার প্রাজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮ শত ৩৮ ভোট।
এছাড়া মোহজেনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১ শত ২৫ ভোট, শাহনাজ আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩ শত ৮৯ ভোট।
স্টাফ করেসপন্ডেন্ট, শাহরাস্তি
২৪ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur