চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
সিয়াম উপজেলার টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ির জাকির হোসেনের ছেলে। সিয়ামের মা-বাবা ও দুই বোন রয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদরাসা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে সিয়াম। মঙ্গলবার (১৩ আগস্ট) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর পরীক্ষা করতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। বুধবার সকালে তাকে কুমিল্লা রেফার করা হয়।
পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাতে মারা যায় সে।
প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু, ১৫ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur