Home / সারাদেশ / সিলেটে সাহিত্য সম্মাননা পেলেন চাঁদপুরের শাহমুব জুয়েল
sahmub-jewel

সিলেটে সাহিত্য সম্মাননা পেলেন চাঁদপুরের শাহমুব জুয়েল

বৃহত্তর সিলেট অঞ্চলে কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে সিলেট সাহিত্য উৎসব -২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে গান আড্ডা ও বক্তৃতার মাধ্যমে কবি মামুন সুলতানের উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য জেলা ও জেলার বাহিরে ১১ জন সাহিত্যিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছেন চাঁদপুর কবি ও প্রাবন্ধিক শাহমুব জুয়েল। তাকে প্রবন্ধ শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা-২০১৯ প্রদান করা হয়। তিনি সাহিত্যের বিবিধ শাখায় লেখালেখি করছেন।

এ যাবৎকালে শাহমুব জুয়েলে কবিতাগ্রন্থ: কাঁচা রোদের সন্ধানে (২০১৭), মুখোমুখি আহ্লাদী চিবুক( ২০১৭) জলসিঁড়ি পেরিয়ে বালির সন্ন্যাসে (২০১৯) গল্পগ্রন্থ :অথৈ সময়ের শ্বাস (২০১৮)প্রবন্ধগ্রন্থ: কথাসাহিত্যে রাজনৈতিক দর্শন ও বিবিধ প্রবন্ধ(২০১৯) প্রভৃতি।

তার সম্পাদিত লিটলম্যাগ বর্ণিল দেশবরেণ্য সাহিত্যশিল্পী ও গবেষকদের অংশগ্রহণে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তিনি সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন।

এরইমধ্যে চাঁদপুর ইলিশ উৎসব ২০১৯ এ তার কবিতা মনেনিত হয়েছে। তিনি লেখালেখি করেন মানুষের জন্য বর্তমান সমাজ সংস্কৃতি চেতনা বিপর্যয় সংকট মুল্যবোধ ও তারুণ্যের দৃঢ়তর পদযাত্রা প্রকৃতির পরিবর্তন নানাবিধ বিষয়ও তার লেখাঝোকার প্রধান অনুষঙ্গ।

সিলেটে অনুষ্ঠানটির আয়োজন ও পৃষ্ঠপোষকতায় ছিলেন পূথিসম্রাট জালাল খান ইউসুফী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ আনোয়ারা হক, সভাপতিত্ব করেন কবি ও লেখক আবুল বাসার সেরনিয়াবাদ। উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি কবি আসলাম সানীসহ অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে কবি আসলাম সানী, কবি স.ম শামসুল আলম, কবি আরিফ মাঈনুদ্দীন, গীতি কবি এম আর মঞ্জু, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, বাউল বিরহী কালা মিয়া, মোহাম্মাদ বাদশা গাজী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ তাঁতীলীগ, অধ্যাপক এম এম মুকবুলুর রহমান, আখলাকুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি, ১৪ সেপ্টেম্বর ২০১৯