চাঁদপুর শাহরাস্তিতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিটুস লরেন্স চিরান এ রায় দেন।
জানা যায়, ওই দিন সকাল ১০টায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক এলাকা হতে মৃত হারুনুর রশিদের পুত্র মোহাম্মদ আলীকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে আটক করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা ১১ (ক) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
প্রতিবেদক: মোঃ মাহবুব আলম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur