সম্প্রতি ফোনালাপ ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর দেশবাসীর উদ্দেশ্য ভিডিও বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এই এমপি।
গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করা হয়। এ ঘটনার পর গতকাল শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রনি।
ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, ‘প্রিয় গলাচিপা ও দশমিনাবাসী আপনারা সবাই অবগত আছেন আমার বিরুদ্ধে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বেআইনি, উচ্চ আদালতে এই মামলা টিকবে না এবং এতে আপনাদের এবং আমাদের কিছুই হবে না। শুধুমাত্র হয়রানি ছাড়া কিছুই না। আমি ব্যক্তিগতভাবে এই হয়রানিকে পাত্তা দিচ্ছি না।’
গোলাম মাওলা রনি ভিডিওটিতে আরো বলেন, ‘আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও এ মামলাকে পাত্তা দিচ্ছে না। আমাদের ভয় দেখানোর জন্য তাদের যে অপচেষ্টা তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। তারা যদি আমাকে অ্যারেস্ট করতে চায় করবে, আমি অ্যারেস্ট হওয়ার জন্য বসে আছি।’(সময়)
https://www.facebook.com/golammaularonymp/videos/586745491748320/?t=15
বার্তা কক্ষ
২২ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur