কুমিল্লায় তিতাস উপজেলা বিকাশ এজেন্টের ৫৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত মন্টু সরকারকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
রোববার (৭ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান এ তথ্য জানান।
তিনি বেেলন, শনিবার (৬ জুলাই) রাতে মন্টু সরকারকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় আটক দুই ডাকাত অমর নম ও সহিদুল্লার আদালতে দেয়া ১৪৪ ধারা জবানবন্দি অনুসারে মন্টু সরকারকে গ্রেপ্তার করা হয়। মন্টু সরকার তিতাসের মৌটুপি গ্রামের খলিল সওদাগরের ছেলে।
গ্রেফতারকৃত মন্টু সরকারের স্বীকারোক্তি অনুযায়ী তিতাস থানার মৌটুপি গ্রামের বাতেন সরকারের ঘর থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এর আগে পুলিশ ডাকাতি হওয়া টাকার মধ্য থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করে এবং ৪ জনকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তিতাসের দড়িকান্দির ব্রীজের কাছ থেকে বিকাশ এজেন্টের কাছ থেকে অস্ত্রধারী ডাকাতরা ৫৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
প্রতিবেদক- জাহাঙ্গীর আলম ইমরুল
৭ জুলাই ২০১৯