মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে চারটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। এতে সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও ছয় লাখের বেশি টাকা লুট হয়। গত বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের চার নৈশপ্রহরীকে আটক করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নায়েরগাঁও ইউনিয়নের নায়েরগাঁও বাজারে বুধবার দিবাগত রাত দেড়টায় ১৪-১৫ জনের একটি ডাকাত দল ওই বাজারে প্রবেশ করেন। শর্ট প্যান্ট, লুঙ্গি ও গেঞ্জি পরা এসব ডাকাত ওই বাজার ঢুকেই বাজারটির চার-পাঁচজন নৈশপ্রহরী ও একজন সুপারভাইজারের হাত-পা ও মুখ বেধে একটি কলার দোকানে আটকে রাখেন।
এরপর বাজারটির খাদ্যগুদামের পাশে নিত্যগোপাল দাসের পলি স্বর্ণ শিল্পালয় নামের স্বর্ণের দোকানের কলাপসিবল ফটক ভেঙে ভেতরে ঢোকেন। দোকানটির সিন্দুক ও আলমারিতে রাখা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করেন।
এরপর ডাকাতেরা রঞ্জিত সরকারের স্বর্ণের দোকান রঞ্জিত শিল্পালয় এর ফটক ভেঙে ভেতরে ঢোকেন এবং সেখান থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করেন। দুই দোকানের টাকা ও মালামাল লুট করার পর ডাকাতেরা অজয় বণিকের ভাই ভাই শিল্পালয় নামের স্বর্ণের দোকানে একই কায়দায় প্রবেশ করেন এবং সেখানকার সিন্দুক ও আলমারি ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ৬৩ হাজার টাকা লুট করেন।
এর কিছুক্ষণ পর ডাকাতেরা বাজারটির সবুজ চন্দ্র সরকারের মা র্স্বণ শিল্পালয় নামের দোকানটির কলাপসিবল ফটক ও শাটার ভেঙে ভেতরে যান এবং সেখানে রাখা এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৪ হাজার টাকা লুট করেন। এরপর একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে তাঁরা দ্রুত চলে যান। নিত্যগোপাল দাস জানান, ডাকাতেরা তাঁরসহ চার দোকানির সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকার বেশি লুট করে নিয়ে যান। তাঁদের এখন পথে বসা ছাড়া উপায় নেই।
মতলব দক্ষিণ থানার ওসি এ কে এম এস ইকবাল চাঁদপুর টাইমসকে জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ওই বাজারের দোকানি নিত্যগোপাল দাস মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাজারের রাজ্জাক সওদাগর, আলমগীর হোসেন ও মো. বাবুলসহ চার নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক, ১ আগস্ট ২০১৯