লাইফস্টাইল

সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট ওয়েন

১৮৫৮ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন ইংরেজ সমাজ সংস্কারক ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট ওয়েন। তিনি ওয়েলসের নিউটাউন গ্রামে ১৭৭১ সালের ১৪ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন দরিদ্র জিন নির্মাতা আর দারিদ্র্যের কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ করা হয়নি। মাত্র নয় বছর বয়সে ওয়েন কাপড়ের দোকানে চাকরি নেন এবং তার বয়স যখন ১৮ বছর তখন তিনি ম্যানচেস্টার চলে যান।

সেখানে একটি সুতা কলে সুপারিনটেনডেন্ট হিসেবে কিছুদিন কাজ করেন। পরে একশ পাউন্ড পুঁজি নিয়ে নিজেই সুতা উৎপাদন ব্যবসা শুরু করেন। তার ব্যবসা কয়েকদিনের মধ্যে ফুলেফেঁপে ওঠে এবং তিনি ম্যানচেস্টারের একজন প্রথম শ্রেণির ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান।

কয়েক বছর পর তিনি কয়েকজন অংশীদারসহ একটি সুতা প্রস্তুতকারী কোম্পানি গঠন করেন এবং নিজে সে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হন। অল্প কয়দিনে তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে ওঠেন। তিনি স্কটল্যান্ডের নিউ লানার্ক নামক একটি স্থানে একটি কাপড়ের মিল প্রতিষ্ঠিত করেন,সেটিকে তিনি তার সমাজতন্ত্রী ভাবনার পরীক্ষা-নিরীক্ষার কেন্দ্র হিসেবে স্থানীয় শ্রমিকদের নিয়ে একটি আদর্শ শিল্পনগরী গড়ে তোলেন; তাতে তিনি শ্রমিকদের সর্ববিধ সুযোগ সুবিধা দেন,অন্যদিকে তার পেছনে তার মুনাফার লক্ষ্য ছিল সীমিত।

১৮১৯ সালে তার প্রচেষ্টায় কারখানা আইন বিধিবদ্ধ হয়। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে নিউ হারমনি নামে একটি সমবায় সমাজ তথা কমিউনিস্ট উপনিবেশ স্থাপন করেন। সেই সঙ্গে তার উদ্যোগে একটি শ্রমিক ইউনিয়নও প্রতিষ্ঠিত হয়। তিনি বিশ্বাস করতেন যে ন্যায্য মজুরি ও শ্রমিকদের কাজের উপযুক্ত সুবিধাদি দিলে পরিণামে সেটা ব্যবসায়ী সাফল্যের পক্ষে সহায়ক হয়।

শোষণমুক্ত ভবিষ্যৎ জগৎ কল্পনা করে ওয়েন বলেন যে,ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে না।মানুষের সমাজ হবে তিনশ থেকে দু হাজার সংখ্যার এক একটি জনসমাজের স্বেচ্ছা সম্মেলন।

বার্তা কক্ষ ,১৭ নভে

শেয়ার করুন

Share