চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি কাঁচা রাস্তা ২০১৫ সালে থেকে পাকা হওয়া কথা । কিন্তু সেটি খুঁড়ে খুঁড়ে ২০১৯ সালের মে মাসে পাকাকরণ শুরু হয়। মঙ্গলবার (১৪ মে) রাস্তাটি পাকা করণে পিচ ঢালাই দেওয়া হলেও বৃহস্পতিবার (১৬ মে) সকালে গ্রামবাসী এসে দেখেন পিচ ঢালাই রাস্তা কার্পেটের মতো উঠে যাচ্ছে।
এখন কাঁচা রাস্তা পাকা করনের দুই দিনে ফাঁকা হয়ে গেলো। এখন রাস্তার ছবি তুলে স্থানীয় যুবক শ্রেণির একটি অংশ সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলে সমালোচনা ঝড় উঠে
তবে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছেন কাজের ঠিকাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা সুমন প্রধানীয়া। তিনি বলেন এলাকার লোকজন হাত দিয়ে পিচ ঢালাই উঠিয়ে ফেলছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ভিতরে ৪ কিলোমিটার রাস্তা পাকা করনের টেন্ডার হয় ২০১৫ সালে। শুরু থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করে ফেলে রাখা হয় প্রায় দুই বছর। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাকিব বলেন, মন্থর গতির এই কাজ ব্যবহৃত হয় ইট বালু পাথর- এগুলো সবই নিম্নমানের। রাস্তার দু’পাশের রেলিং এর ক্ষেত্রে নম্বর ইট ব্যবহারের বদলে ব্যবহার করা হয় পিকেট। যার মাটি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়।
ওই বাসিন্দা আরো বলেন, পিচ ঢালাই দেয়ার আগে রাস্তা পাকা করনে বিটুমিন না দিয়ে পিচ ঢালাই দিয়ে যায়।
সড়কটির বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ এর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাদের মুঠোফোনের সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
যতদূর জানা গেছে মনপুরা গ্রামের ভিতরে ৪ কিলোমিটার সড়কের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়।
স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur