চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মোর্শেদ আলম বাকী (২২) নিহত হয়েছে।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উয়ারুক রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দেরে বরাতে পরিবার জানায়, শাহরাস্তি থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে আসার পথে রেলক্রসিং এলাকায় একটি ভ্যানগাড়ির সাথে মোর্শেদ আলম বাকির মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয় বাকী।
নিহত বাকী হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের তালুকদার বাড়ীর মোস্তফা কামালের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে মোর্শেদআলম বাকী সবার বড়।
নিহত বাকির খালাতো ভাই ডা. আরিফ জানান, নিহতের ঘটনা শুনে ঘটনাস্থল থেকে শাহরাস্তি থানা মৃতদেহ উদ্ধার করেছে। সকালে আমরা থানা থেকে লাশগ্রহণ করেছি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম (এলএলবি) জানান, ‘মোটরসাইকেলে অতিরিক্ত গতি ও মাথায় হেলমেট না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।’
করেসপন্ডেন্ট
১০ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur