চাঁদপুর সদর রামপুর ইউনিয়নে নিষিদ্ধ বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো ৪যাত্রী।
শনিবার (২২ জুন) দুপুরে মধুরোড স্টেশনের দক্ষিণে মহামায়া-ছোটসুন্দর সড়কের মন্দিরের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত একজন হচ্ছেন আবুল হাসানাত তপাদার (৫৫)। তিনি ছোট সুন্দর গ্রামের মাওলানা শামছুল হক তপাদারের ছেলে। অপর নিহত ব্যাক্তির নাম জানা যায়নি। তিনি কুচয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। চালকসহ অপর ৩যাত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা রাজু জানান, ঘটনার সময় সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ছোট সুন্দর যাচ্ছিল। মধুরোড স্টেশন থেকে নিহত হাসানাত অটোরিকশায় উঠেন।
ঘটনাস্থলে নিহত হন রঘুনাথপুরের ওই ব্যাক্তি। গুরুতর আহত হাসানাতকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দিকে নিয়ে আসার পথে ওয়ারলেছ এলাকায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে রামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু
২২ জুন ২০১৯