Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মেঘনার পাড়কে রিভার ড্রাইভ ও গজারিয়া সেতু নির্মাণ জরুরি
adv. ruhul 2
ফাইল ছবি

মেঘনার পাড়কে রিভার ড্রাইভ ও গজারিয়া সেতু নির্মাণ জরুরি

চাঁদপুর মেঘনা নদীর পাড়কে রিভার ড্রাইভে পরিণত করে চাঁদপুর-ঢাকা যোগাযোগ ব্যবস্থা ও মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ করে সড়ক পথে ঢাকার সাথে দুরত্ব কমিয়ে আনার দাবি জানালেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

বৃহস্পতিবার (২৭ জুন ) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বর্ষা মৌসুমে নদী পথে ঢাকা থেকে বরিশাল, চাঁদপুর, শরিয়তপুর, ভেদরগঞ্জ লঞ্চ যোগে মানুষ যাতায়াত করতে গিয়ে নৌ-দূর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত মেঘনা নদীর পাড়কে রিভার ড্রাইভ (চট্টগ্রামের মেরিন ড্রাইভের মতো) নির্মাণ করলে নৌ-দুর্ঘটনায় অকালে প্রাণ হারাবেনা মানুষ। তৈরি হবে নদী তীরে পর্যটন সম্ভাবনা।

এছাড়াও মতলব উত্তর- গজারিয়া সেতু নির্মাণ করে নোয়াখালি, লক্ষীপুর, চাঁদপুর’সহ দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথে দুরত্ব কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানান।

সংসদ অধিবেশন যোগদান করে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জনগণের পক্ষ থেকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

চাঁদপুর-২ আসনে সকল ধরনের উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে অবদান রাখার সহযোগিতা কামনা করেন তিনি।

বার্তা কক্ষ
২৮ জুন ২০১৯

এজি