চাঁদপুর শহরের নতুন বাজার পুরানবাজার ব্রীজের পালবাজার গেইট সংলগ্ন সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন।এই সড়কে দিয়েই চাঁদপুর মডেল থানা,ডাকঘর ও সদর হাসাপাতালে যাতায়াত করে শত শত পথচারী।
এ সড়ক দিয়ে লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু অপ্রিয় হলেও সত্য এই বিদ্যালয়ের সম্মুখে রয়েছে ৪২০ বোল্টের বিপদজনক বৈদুতিক তারে মোড়ানো জরাজীর্ন বৈদুতিক খুটি। দীর্ঘদিন যাবত একেবারেই জরাজীর্ন ভাবে দন্ডায়মান রয়েছে এ বৈদুতিক খুটিটি।
সরেজমিনে গিয়ে দেখা যায় লোহার বৈদুতিক খুটিটির গোরায় খসে গেছে। যে কোন মুহূর্তে খুটিটি পরে গিয়ে হতাহতের ঘটনার আশংকা রয়েছে।
এদিকে দীর্ঘদিন যাবত এই খুটির পাশে ভ্রাম্যমান ডাষ্টবিন ছিলো। যার কারনে বিষয়টি অনেকেরই চোখ আড়ালে ছিলো। পৌরসভার তত্বাবধায়নে জায়গাটি এখন পরিস্কার হয়েছে। ফলে খুটির জরাজীর্ন অংশটুকু সকলের চোখে পরে।
জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কয়েকজন অভিভাবকদের নজরে বিষয়টি আসে। পরে তারা সোস্যাল মিডিয়ায় ছবি তুলে ছেড়ে দেয়া হলে মুহূর্তেই ভাইরাল হয় বিষয়টি।
এদিকে জনগুরুত্বপূর্ন একটি সড়কে একটি উচ্চ বিদ্যালয়ের সামনে ঝুকিপূর্ন বৈদুতিক খুটি থাকার বিষয়টি নিয়ে বিদুৎ বিভাগের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেককেই প্রশ্ন করতে দেখা গেছে এই খুটিটি হঠাৎ পরে গেলে প্রানহানী ঘটতে পারে। তখন এর দায়ভার কে নিবে।
এ ব্যপারে চাঁদপুর বিদুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল দৈনিক চাঁদপুর প্রবাহকে জানান, আমরা বিষয়টি সোস্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। তাৎক্ষনিক আমি আমাদের উপ-সহকারী প্রকৌশলী মুক্তাদির কে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ সপ্তাহের মধ্যে বৈদুতিক খুটিটি সরিয়ে নতুন খুঁটি লাগানো হবে। ময়লা আবর্জনার কারনে খুটিটি নষ্ট হয়ে গেছে। আর এখানে ডাষ্টবিনের ময়লা থাকার ফলে বিষয়টি আমাদের নজরে আসেনি।
প্রতিবেদকদ : মাজহারুল ইসলাম অনিক, ৬ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur