হাজীগঞ্জ

ধান কিনতে কচুয়া উপজেলা চেয়ারম্যানের মাইকিং

ধান কিনতে মাইকিং করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। উপজেলা চেয়ারম্যানের এমন ব্যতিক্রমী প্রচারণাকে স্বাগত জানিয়ে এলাকার সাধারণ কৃষকসহ সচেতন মানুষ।

তিনি শুক্রবার (২৪ মে) দুপুরে কচুয়া উপজেলার রহিমানগর বাজারসহ ও বিভিন্ন এলাকায় নিজের গাড়ির উপর সাউন্ড বক্স লাগিয়ে সাধারণ কৃষকদের প্রতি আহবান জানিয়ে ব্যতিক্রমী মাইকিং করেন।

মাইকিংকালে তিনি বলছেন, খাদ্য গুদামে নিজে সরাসরি সরকারি ন্যায্যে মূল্যে ধান দিন। দালালদের যে কোন প্রতারণা থেকে নিজে মুক্ত থাকুন।

তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান ১ হজার ৪০ টাকা মূল্যে ক্রয় করছেন। কচুয়া খাদ্য গুদামে উল্লেখিত মূল্যে ধান সংগ্রহের কার্যক্রম হিসেবে প্রত্যেক কৃষক সর্বনিম্ন ৩ মন এবং সর্বচ্চ সাড়ে ২৭ মন (১টন) ধান বিক্রি করতে পারবেন।

কোনো দালালদের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি যাদের কৃষি কার্ড রয়েছে আপনারা ওই খাদ্য গুদামে ধান নিয়ে বিক্রি করার জন্য আহবান জানান তিনি।

উল্লেখ্য, এ বছর কচুয়া উপজেলা খাদ্য গুদামে প্রায় ৫২ হাজার কার্ড ধারী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

করেসপন্ডেন্ট
২৪ মে ২০১৯

Share