চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে দল থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া না হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা জাকিরের পরিচালনায় লিখিত বক্তব্য তুলে ধরেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব অালী পাটওয়ারী।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দীর্ঘ ২৫ বছর ধরে কচুয়া উপজেলায় উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, এবং উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং তৃণমূল নেতাকর্মীর সমর্থিত ও পছন্দের প্রার্থী ড. মহিউদ্দিন খান আলমগীরকে চাঁদপুর ১ আসন থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো জানাচ্ছি। আমরা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে ড. মহিউদ্দিন খান আলমগীরকে নির্বাচিত করবো।
পাশাপাশি দলের সভানেত্রীর প্রতি সম্মান দেখিয়ে অবহিত করতে চাই, এখানে ড. মহিউদ্দিন খান আলমগীরের পাশাপাশি মুক্তিযোদ্ধার ভূমি জোর পূর্বক দখলকারী, হত্যা মামলার আসামী ও বিএনপি, জামায়াত রাজনীতি সংশ্লিষ্ট জৈনক গোলাম হোসেন নামিয়ব্যক্তির নাম রাখা হয়েছে। বিগত দিনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তথা কচুয়ায় বিএনপি জামায়াত জোটের অত্যাচার রুখে দাঁড়ানোর দিনগুলোতে এ নামীয় কোন ব্যক্তির অস্তিত্ব ছিলো না। সংগঠনের কর্মকান্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা করে নাই।
সুযোগ সন্ধানী গোলাম হোসেনরা বসন্তের কোকিল হয়ে সুদিনে আত্মপ্রকাশের মাধ্যমে ধুম্রজাল সৃষ্টি করে সংগঠনের ক্ষতিসাধনে উদ্ধত হয়। আমরা তার ব্যাপারে সতর্ক রয়েছি।
যদি অহেতুক কোন কারণ ছাড়াই ড. মহিউদ্দিন খান আলমগীরের স্থলে জৈনেক গোলাম হোসেনকে মনোনীত করা হয় তবে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ দলীয় পদ- পদবী থেকে পদত্যাগ করবে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, দলছুট কিছু সুযোগ সন্ধানী ব্যক্তির নেতৃত্বে একটি কুচক্র মহল ড. মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশ করেছে।
এছাড়াও সমাজিক যোগাযোক মাধ্যমে কুৎসা রটাচ্ছে। আমরার কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, জেলা পরিষদ সদস্য ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এ সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, ‘ড. মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে আদালতে যে মামলা ছিলো তা বিগত ৮ বছর ২ মাস আগে সর্বোচ্চ আদালত থেকে খালাশ দেয়া হয়েছে। তাছাড়া দেশের কোনো ব্যাংক থেকে তিনি ঋণ তুলেন নি।’
তারা আরও বলেন, ‘জনাব গোলাম হোসেন এনবিআর এর চেয়ারম্যান থাকাকালীন বসুন্ধরা গ্রুপকে আড়াই হাজার টাকার ট্যাক্স বাঁচিয়ে দিয়েছে। সেই প্রতিদান হিসেবে দুটি পত্রিকায় ড. মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশীর, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া, সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
২৯ নভেম্বর,২০১৮