সারাদেশ

গ*ণপিটু*নিতে নিহত তাসলিমা রেনুর সন্তানদের পাশে ফরিদগঞ্জের লায়ন হারুন

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর শিশু সন্তান তাসমিন তুবা ও তাহসিন আল মাহিরের পাশে দাঁড়ালেন ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ। গত বুধবার সন্ধ্যায় তিনি এতিম এই শিশুর খোঁজ খবর নেন।

পরে তিনি তাদের হাতে নগদ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের লেখাপড়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন এনসিসি গ্রুপের জেনারেল ম্যানেজার খালেদ মোহাম্মদ আলী, যুবদল নেতা ফখরুল হাসান প্রমুখ।

অসহায় এই সন্তান দুটির পাশে সহানুভূতির হাত বাড়িয়ে আবারো সমাজসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা লায়ন হারুন জানান, নৃশংস এই ঘটনা আমাদের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। তাই মানবিক দিক বিবেচনা করে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এ সময় তিনি তারা এ হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর যেন কোনো মানুষ এভাবে গুজবের বলি না হয় তার জন্যে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

প্রসঙ্গত, গত ২০ জুলাই শনিবার ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির খোঁজ নিতে গিয়ে গুজবের কবলে পড়ে গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর সোনাপুরের বাসিন্দা তাসলিমা বেগম রেনু।

বার্তা কক্ষ, ২৬ জুলাই ২০১৯

Share