Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে শিক্ষকদের পক্ষ থেকে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
reception-by-teacher

মতলবে শিক্ষকদের পক্ষ থেকে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োাজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্যাহ প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২নির্বাচনী আসনের সংসদ সদস্য এড.নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচএম গিয়াস উদ্দিন, ও ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

সাংসদ বলেন, গুণগত শিক্ষক মানে গুণগত শিক্ষা। শিক্ষকদের মান উন্নয়নে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। এখন শিক্ষা মানে দক্ষতা, প্রযুক্তি ও মানসম্মত শিক্ষা।

তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এটি সারা পৃথিবীতে একটি অতুলনীয় উদাহরণ। এর ফলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়ালেখায় উৎসাহিত হচ্ছে। গরিব শিক্ষার্থীদের সমর্থন দিতে বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনা সবসময় একটি কথাই বলেন, আমার কোন চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আমার বাবার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এজন্য যদি আমার প্রাণটাও চলে যায় যাবে। আমরাও তো একজন বাঙালী, আমাদেরও তো একটাই স্বপ্ন। তিনি আমাদের স্বপ্নটাই বাস্তবায়ন করতে চায়।

যারা রক্ত দিযয়ে দেশকে স্বাধীন করেছেন তারাও এই স্বপ্ন দেখেছে। আমরা চাই সকলে মিলে একটি সুখি সমৃদ্ধাশলী উন্নত বাংলাদেশ। এটা করতে গেলেই প্রথম ভুমিকা পালন করতে হবে শিক্ষকদের। জাতি গড়ার কারিগর আপনারা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এনামুল হক ও গীতা পাঠ করেন বাবু স্বপন চন্দ্র সূত্রধর এবং সংবর্ধিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান শিক্ষক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্বাস উদ্দিন মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যাল পরিচালনা কমিটির সভাপতি হাজী এসএম সিরাজুল ইসলাম, সাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
১৭ মে ২০১৯