চাঁদপুর

চাঁদপুর আওয়ামী লীগের ৫ বিষয়ের ওপর প্রতিনিধি সম্মেলন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের ৫ বিষয়ের ওপর প্রতিনিধি সম্মেলন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে শনিবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। দিনব্যাপি শহরের রসুই ঘর চাইনিজ রেস্টুরেন্টে নিবন্ধনের মাধ্যমে এ প্রতিনিধি সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

আন্তর্জাতিক সংস্থা টঝঅওউ এবং টকঅওউ এর অর্থায়নে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে নির্বাচন,অভ্যন্তরীণ জনগণ, যোগ্য জনপ্রতিনিধি মনোনেয়ন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী ও শান্তিতে বিজয়- এ ৫ টি বিষয়ের ওপর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশমালা উপস্থাপন করেন।

যার আলোকে আগামি জাতীয় নির্বাচন পরিচালনায় চাঁদপুর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ইশতেহার তৈরিতে সহায়ক হবে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্যে শান্তিতে বিজয় শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে.আর ওয়াদুদ টিপু,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী । অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সহায়তা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংস্থার সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর আবুল বাশার ও প্রোগ্রাম সহকারী মর্তুজা জাহান। প্রতিনিধি সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও উপজেলার প্রায় দু’শতাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
২২ সেপ্টেম্বর ২০১৮,শনিবার
এজি

Share