কচুয়া

কচুয়ায় বখাটের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ইভটিজিং ও মারধরের অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় মারধর করেছে বকাটে যুবক রায়হান হোসেন ওরফে ডলার ডেবিট (২১)।

২৯ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার পথে লক্ষ্মীপুর খালাসি বাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভোক্তভোগী ওই ছাত্রী সুবিদপুর গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে। ঘটনার পর বখাটে রায়হান বর্তমানে পলাতক রয়েছে।

খবর পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লিলুছুর রহমান, এএসআই আমজাদ হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর জানান, ওই ছাত্রী বিদ্যালয়ে আসার পথে প¦ার্শবর্তী লক্ষ্মীপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে রায়হান হোসেন তার পথ গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। পরে ওই ছাত্রী প্রত্যাখান করলে সে ক্ষিপ্ত হয়ে তাকে বেশ কয়েকটি চড়-থাপ্পড় দেয় বলে ওই শিক্ষার্থীর কাছ থেকে শুনেছি।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, ঘটনার সময় আমি ও আমার বড় চাচাতো বোন(দশম শ্রেনীর ছাত্রী) স্কুলে যাচ্ছিলাম। এসময় রায়হান আমাকে ডাক দেয় কথা বলার জন্য। তার কথা না শুনায় সে উত্তেজিত হয়ে আমার গালে কয়েকটি চড় থাপ্পর দেয়। ইতিপূর্বেও বেশ কয়েকবার বখাটে ওই যুবক রায়হান আমাকে বিভিন্নভাবে উত্যক্তো ও হয়রানি করছে। এদিকে স্কুল ছাত্রীকে মারধর ও উত্যক্তকারী বখাটে রায়হানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ (অলি) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ২৯ অক্টোবর ২০১৯

Share