Home / চাঁদপুর / চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত চাকি আর নেই
Ranjit-Chaki

চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত চাকি আর নেই

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দে চাকি মারা গেছে।

দীর্ঘ দিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার পর গতকাল শনিবার সন্ধ্যা সারে ৬টায় তিনি শহরের গাঙ্গলী পাড়াস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশাষ ত্যাগ করেন। মৃত্যুকালে রঞ্জিত কুমার দে চাকির বয়স হয়েছিলো (৬৭) বছর।

নিঃসন্তান রঞ্জিত চাকি মৃত্যুকালে স্ত্রীসহ বহু আত্মাীয়-স্বজন রেখে গেছেন। রোববার (৬ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান ও বিভিন্ন দল এবং সংগঠনের শ্রদ্ধাঞ্জলি শেষে চাঁদপুর শহরের মধ্য ইচলী মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

তার পারিবারিক সূত্রে জানাযায়, রঞ্জিত কুমার দে চাকি কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিকসে আক্রান্ত হয়ে ভরতে উন্নত চিকিৎসা করেছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত তিন দিন পূর্বে চাঁদপুর মিডল্যন্ড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিলে রবিবার সন্ধ্যায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

খরব পেয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, মুক্তিযুদ্ধের সংগঠক অজয় কুমার ভৌমিক, জীবন কানাই চক্রবর্তী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ মুক্তিযোদ্ধা, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার স্বজন এবং সহপাঠিরা আসেন।

মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দে চাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পারাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার,

সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, সহ-সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোট-চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার,

সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।

করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি, ২০১৮

Leave a Reply