ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ রামপুর-কাটাখালী সড়ক সংস্কার কাজে অনিয়ম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর-কাটাখালী সড়কে চলমান কাজে ব্যাপক অনিয়ম ও নিন্মমানের সামগ্রী ব্যাহারের অভিযোগ উঠেছেন। সড়কে দরপত্রের শর্তানুযায়ী কাজ করা হচ্ছেনা বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট এলাকার কাউন্সেলর মোঃ খলীলুর রহমান, আব্দুল মান্নান, মাসুদ আলম, নেছার আহাম্মদ, আলমগীর মোল্লা, আব্বাছ উদ্দিনসহ আলো কয়েকজন জানান, সড়কটিতে মান সম্মত কাজ করা হচ্ছে না। ৬ ইঞ্চি বালি দেয়া দেওয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে ২/৩ ইঞ্চি , ৩ ইঞ্চি মেকাডম করার কথা থাকলেরও ১ থেকে দেড়, সর্বোচ্চ ২ ইঞ্চি দেয়া হচ্ছে। সড়কের দু‘পাশ ১ ফুট করে সম্প্রসারণের কথা থাকলেও তা সঠিক পরিমানে প্রসস্থ করা হচ্ছে না।

সহকারী প্রকৌশলী খলিলুরর রহমান এলাকার সাবেক কাউন্সেলর আব্দুল খালেক মাস্টারকে মোবাইল নাম্বার দিয়ে বলে এসেছেন, কাজের অনিয়ম হলে ফোন দিয়ে জানাতে। এছাড়া কাজ দেখে বলেছেন, পুরোকাজ আবার করতে হবে। তাতেও কোন লাভ হয়নি। কাজের সঠিক গুনগতমান রক্ষা হচ্ছে না।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানাযায়, ফরিদগঞ্জ রামপুর — কাটাখালী সড়ক ৩ হাজার মিটার । মেরামতের জন্য ১ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ হয়।
কাজের সাব-ঠিকাদার রৌশন আলী জানান ,সড়ক মেরামতের কাজ আমি মেইন কন্ট্রাকটরের সাথে চুক্তিবদ্ধ হয়ে করছি। তবে মালামাল ভালো-খারাপ ঠিকাদার সরবরাহ করছে। আমার কাজ করার কথা আমি কাজ করছি।

সংশ্লিষ্ট কাজের ঠিকাদার হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম জাহিদের কাছে কত টাকার কাজ জানতে চাইলে তিনি জানান, ‘তা আমি বলতে পারবোনা অফিস জানে।’

কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে জানান, ‘অফিসের লোকজনের নির্দেশ মোতাবেক কাজ করছি যা জানানর থাকে অফিসে গিয়ে জানুন। আমি হাইমচর উপজেলা আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক, ফরিদগঞ্জ পৌর সভার মেয়র আমার বন্ধু মানুষ, উপজেলা চেয়ারম্যান আমার রাজনৈতিক বন্ধু, টিভির সাংবাদিক আমার ছোটভাই, চাঁদপুরের সাংবাদিকরা আমার বন্ধু মানুষ ইত্যাদি বলে তিনি কাজ সঠিক হচ্ছে বলে দাবি করেন।’

এ বিষয়ে কাজের দায়িত্ব প্রাপ্ত এসও মোঃ খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘কিছু অনিয়ম দেখতে পেয়ে সঠিকভাবে কাজ করার জন্য বলেছি। ইটারগুলো উঠিয়ে পুনঃরায় স্থাপন করতে বলেছি। যেন সঠিক ভাবে কংক্রিট দেয়া যায়। ’

উপজেলা প্রকৌশলী ড. মোঃ জিয়াউল ইসলাম মজুমদার জানান, কাজের মান রক্ষায় আমি সচেষ্ট। রোববার আমি রাস্তাটি পরিদর্শন করে কংক্রিটের মান একটু খারাপ দেখে ভালো কংক্রিট এনে কাজ করার নির্দেশ দিয়েছি । অন্যান্য দিকগুলোও সঠিক নিয়ম মেনে কাজের গুনগতমান রক্ষা করেই কাজ সম্পন্ন করতে হবে বলে এসেছি।’

প্রতিবেদক- শিমূল হাছান
১৬ জুন ২০১৯

Share