আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা বাজার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রমজানের মালামাল সংক্রান্ত্র পণ্যবাহী ট্রাক শহরে প্রবেশ করতে পারবে। অন্য কোন ভারী যানবাহন দিনের বেলায় শহরে চলাচল করতে পারবেনা। পবিত্র রমজান ভা¤্রমান ইফতার বিক্রি করা যাবে না। ইফতার সামগ্রিতে কোন প্রকার রং দেয়া যাবে না। যদি দেয়া হয় তাহলে তার বিরুদ্বে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইফতারি আইটেমে জিলাপিসহ কোনো খাদ্য দ্রব্যে রং মিশানো যাবে না। কোন ভেজাল খাদ্য বিক্রি করা যাবে না এবং খাবার ঢেকে রাখতে হবে।
রেস্টুরেন্টের সামনের অংশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকল মুদি দোকানে মূল্য তালিকা দোকানের সামনে লাগানো থাকতে হবে। ভালো মানের ছোলা বিক্রি করতে হবে। চিনি, রসুন, ছোলা পর্যাপ্ত সরবরাহ বাড়াতে হবে এবং সহনীয় মূল্যে বিক্রি করতে হবে।
কাঁচা বাজারের মেমো দেখে পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। বিপিনী বাগে রাস্তার উপরে মাছ বিক্রি করা যাবে না। বাজারের ভিতরে নির্ধারিতস্থানে মাছ বিক্রি করতে হবে। বাজারে যাতে গরু বলে মহিষের মাংস বিক্রি করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্ট চলছে, রমজান মাসেও চলবে।
বিগত বছরের কার্যবিবরনী পাঠ করেন জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. খলিলুর রহমান, জেলা তথ্য অফিসার মো. নূরুল হক, চাঁদপুর চেম্বারের পরিচালক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবার, রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান, কচুয়া বাজার কমিটির সভাপতি মো. জাকির হোসেন, বাবুরহাট বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী নাজমুল আলম পাটওয়ারী প্রমুখ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০১৯