Home / চাঁদপুর / রাজরাজেশ্বরে নদী ভাঙনস্থান পরিদর্শনে চাঁদপুর পুলিশ সুপার
rajrajessor-river-brake

রাজরাজেশ্বরে নদী ভাঙনস্থান পরিদর্শনে চাঁদপুর পুলিশ সুপার

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মার ভয়াবহ ভাঙন অব্যহত রয়েছে। ২৪ আগস্ট শনিবার থেকে শুরু হওয়া ভাঙনে ইতমধ্যে পাঁচটি গ্রামের স্কুল, মাদ্রাসাসহ বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

জেলা প্রশাসন থেকে ভাঙনের শিকার অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা দিলেও এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে কোন কাজ শুরু হয়নি।

৩০ আগস্ট শুক্রবার সকালে ভাঙনস্থান পরিদর্শন করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (চাঁদপুরের পুলিশ সুপার) জিহাদুল কবির। এসময় তিনি নদী ভাঙন কবলিত লোক-জনদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এরাকাবাসী।

উল্লেখ্য গত শনিবার হঠাৎ মেঘনা নদীর পানির প্রবল স্রোতের সৃষ্টি হয়ে ইউনিয়নে নদী সৃষ্টি হয়। এতে ভাঙনের কবলে পড়ে ইউনিয়ন পরিষদ, রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া দাখিল মাদ্রাসা ও ওমর আলী উচ্চ বিদ্যালয়, বলাশিয়া সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়, ইউনিয়নের ঢালীর বাজার, দেওয়ান বাজার, লগ্মীমারা ও বন্ধুকসী বাজার এলাকার তিন শতাধিক বসত ঘর বিলিহিন হয়ে গেছে। নদীপাড় ধস অব্যাহত থাকায় ভাঙনের মুখে রয়েছে আরো অনেক ঘর-বাড়ি।

প্রতিবেদক- আশিক বিন রহিম, ৩০ আগস্ট ২০১৯