চাঁদপুর কচুয়ায় গত চার দিনের টানা অতিবৃষ্টিতে চলতি মৌসুমের আলু শস্যের মাঠ অনেক এলাকায় পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের কষ্টাজিত স্বপ্নের ফলন আলু ঘরে তুলতে না পেরে কৃষকদের মাথায় হাত পরেছে এবং এবারও ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলার দোয়াটি বিলে গিয়ে কৃষকদের বৃষ্টির পানি সরানোর কাজ করতে দেখা গেছে।
স্থানীয় কৃষক মামুন, আমেনা বেগম, ইমাম ও হোসেন মিয়াসহ অনেকে জানান এ বছর বিভিন্ন এনজিও থেকে টাকা ধার-দেনা ও ঋণ করে জমিতে আলু চাষ করি। কিন্তু গত দু’বছরের ন্যায় এবারো টানা চার দিনের বৃষ্টির পানিতে পুরো ফসলের মাঠ পানিতে ডুবে সম্পূর্ন ফসল ক্ষতি হয়েছে।
কচুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘এ বছর কচুয়া উপজেলায় মোট ২হাজার ২শ’৬০ হেক্টর জমিতে আলু চাষীরা আলু চাষবাদ করে। তন্মেধ্যে বৃষ্টিতে প্রায় ২শ’৫০ হেক্টর আলুর ফলন ক্ষতি হয়েছে।’
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পালাখাল,জলা বিতারা,সেঙ্গুয়া,ভূইয়ারা, দোয়াটি সহ চার দিনের টানা বৃষ্টিতে মাঠের পর মাঠের আলুর ফসল পানিতে ডুবে রয়েছে। পানি সরানোর কোন ব্যবস্থা না থাকায় মাঠ জুড়ে শুধুই বৃষ্টির পানি। তকে কিছু কৃষক নিজ উদ্যোগে সেচ বাধ দিয়ে পানি সরাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকতা আহসান হাবিব চাঁদপুর টাইমসকে জানান, ‘এবার প্রাকৃতিক দূর্যোগে নেই বললে চলে। তবে চার দিনের বৃষ্টির পানিতে কৃষকের কিছু আলুর ফলন ক্ষতি হয়েছে এবং দ্রুত আলুর ফলন উত্তোলনের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। বৃষ্টিতে নষ্ট হওয়া ক্ষতিগ্রস্থ আলী চাষীদের তালিকা তৈরি করে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট প্রেরন করা হবে।’
প্রসঙ্গত,গত তিন বছর ধরে টানা বৃষ্টির কারনে কচুয়ায় আলু চাষীরা ব্যাপক ক্ষতি সাধিত হয়।’
হঠাৎ বৃষ্টিতে এবারও চাঁদপুরের আলু চাষিদের মাথায় হাত
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur