চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা স্মৃতিকে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এবারের উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বুধবার (১৩ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেবেকা সুলতানা উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে নড়ছেন।
বহিষ্কার শেষে এক প্রতিক্রিয়ায় রেবেকা সুলতানা স্মৃতি চাঁদপুর টাইমস প্রতিবেদককে বলেন, বহিষ্কারের বিষয়টি আমি জানি না এখন শুনলাম। তবে আমি রাজনীতি করছি নির্বাচন করার জন্যে, জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবার জন্যে। দলের সিদ্ধান্ত দল নিয়েছে এ নিয়ে আমার মন্তব্য নেই।
জেলা নেতৃবৃন্দ বলেছেন আপনি তাদের মতামত না নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যা এটা ঠিক আমি তাদের মতামত না নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। তবে ২০০৯ থেকে ১৩ পর্যন্ত আমি ফরিদগঞ্জের ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি একাই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে রেবেকার বহিষ্কারের বিষয়ে চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মুনিরা চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, ‘রেবেকা সুলতানা স্মৃতি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছেন। কেন্দ্র তাকে বহিষ্কার করেছে। এতে আমাদের কিছু করার নেই।
এক প্রশ্নের জবাবে মুনিরা চাঁদপুর টাইমসকে জানান, ‘দলের সিদ্ধান্ত মেনে বর্তমান ভাইস চেয়ারম্যান হয়েও আমি এ নির্বাচনে অংশ নেইনি। রেবেকা নির্বাচনের পূর্বে আমাদের কারো মতামত গ্রহণ করেননি।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম চাঁদপুর টাইমসকে বলেন, তার বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই। এটি মহিলা দল ভালো বলতে পারবে। এর চেয়ে বেশি মন্তব্য করতে চাই না।’
প্রসঙ্গত, ব্যক্তি জীবনে দু’সন্তানের জননী রেবেকা সুলতানা (স্মৃতি) ২০০৯-১৩ সালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮১ সালের ১২ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ।
স্বামী মো. হেলাল উদ্দিনের সূত্র ধরে তার স্থায়ী ঠিকানা উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সনতোষপুর গ্রামে। জনপ্রতিনিধি থাকাবস্থায় তিনি বাংলাদেশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের সহ-সম্পাদিকা, বাংলাদেশ উপজেলা পরিষদ চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা ছিলেন।
প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
১৩ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur