চাঁদপুর

চাঁদপুর বড়স্টেশনে র‌্যাবের হাতে অপহৃত শিশুসহ অপহরণকারী আটক

চাঁদপুর শহরের বড়ষ্টেশন একটি বিকাশের দোকানে অভিযান চালিয়ে শিশু অপহরণকারীকে গ্রেফতারপূর্বক অপহৃত শিশু উদ্ধার করেছে র‌্যাব-১১। আটককৃত অপহরণকারী চাঁদপুর শহরাস্তি উপজেলার নিজ মেহের এলাকার শফিউল্লাহ মিয়াজী পুত্র মোঃ ইমাম হোসেন বাবুল (৪৮)।

গত ২১ সেপ্টেম্বর রাত সারে ১০টায় চাঁদপুর শহরের বড়ষ্টেশন এলাকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামের মৃত সাইদুল হকের পুত্র মো. সোলায়মানের “চাঁদপুর মিডিয়া সেন্টার” নামক বিকাশের দোকান থেকে গ্রেফতার করা হয়েছে তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার।

অপহরণকারী ইমাম হোসেন বাবুল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের আজাদুল ইসলামের শিশু পুত্র মোঃ আরিফ আহম্মদ (১৪) কে কুমিল্লা রেলষ্টেশন থেকে শিশু অপহরণ করে চাঁদপুরে নিয়ে আসে। “চাঁদপুর মিডিয়া সেন্টার” নামক বিকাশের দোকান থেকে শিশুটির মুক্তিপন হিসেবে পরিবারের কাছ থেকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে।

শিশুর পরিবার বিষয়টি র‌্যাবকে অবহিত করলে র‌্যাব-১১ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অপরণকারী ইমাম হোসেন বাবুলকে চাঁদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপহৃত শিশু আরিফ আহম্মদকে উদ্ধার করতে সক্ষম হয়।

আটক ইমাম হোসেন বাবুলকে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজ মেহের গ্রামের স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে তাদের আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনদের নিকট থেকে মুক্তিপণের টাকা আদায় করে আসছিল।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

প্রেস বিজ্ঞপ্তি, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Share