কচুয়া

কচুয়ায় পঁচা দুর্গন্ধ যুক্ত মাংস জব্দ : বিক্রেতাকে জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে কচুয়া উপজেলার সাচার বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।

এ সময় পচা মাংস মজুদ ও বিক্রি করার দায়ে সাচার বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং পচা মাংসগুলো জব্দ করা হয়।
জানা যায়, কচুয়া উপজেলার গুতপুর গ্রামের আহসান হাবীব, সাচার বাজারের মাংস বিক্রেতা মোহাম্মদ হোসেন মিয়ার মাংস দোকান থেকে মাংস কিনে বাড়িতে নেওয়ার পথে দেখা যায় মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছে।

পরে ওই ক্রেতা বিষয়টি স্থানীয়দের জানালে সাচার পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মোবারক হোসেন বিক্রেতা মোহাম্মদ হোসেনকে পচা মাংসসহ আটক করে। এরপর কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রুমন দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে জরিমানা করেন এবং পরে তাকে ছেড়ে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে আরো বলেন, পচা গরুর মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পচা মাংসগুলো এস আই মোবারক হোসেনকে মাটিতে পুঁতে ফেলতে নির্দেশ দেওয়া হয়।

এসময় তিনি অনান্য মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস বিক্রির জন্য পুরাতন পাল্লা বাদ দিয়ে ডিজিটাল স্কেল ব্যবহার ও মাংসের দাম নির্ধারন মূল্যে করার নির্দেশ প্রদান করেন।

প্রতিবেদক- জিসা্ন আহমেদ নান্নু
২৫ জুন ২০১৯

Share