চাঁদপুর

চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিতে জনজীবন স্থবির

সারা দিনের থেমে থেমে বৃষ্টির কারণে চাঁদপুরের জনজীবন স্থবির হয়ে পড়ে । চাঁদপুর পুলিশ লাইনে কমিউনিটি পুলিশে প্রতিষ্ঠাবার্ষিকীর
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন করতে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়ে হয়ে।

জেলার সব উপজেলায় মাধ্যমিক স্কুলের নির্বাচনি পরীক্ষায় শিক্ষার্থীদের স্কুলে আসতে ও পরীক্ষা শেষে বাড়ি ফিরতেও বিড়ম্বনায় পড়তে হয়েছে । যানবাহনগুলোও বৃষ্টির মধ্যে চালিয়ে তাদের আয়-রোজগার দেখতে পারেলি ।

চাঁদপুরসহ সারাদেশে সারাদিনই ঝরছে ভারী বৃষ্টি। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে চলছে এ বৃষ্টি ও বাতাস। কোথাও কোথাও বৃষ্টি না থাকলেও,কখনো তিরতিরে বাতাস আবার কখনো দমকা বাতাসে ২ দিন ধরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে দেশজুড়েই।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, উপকূলীয় অন্ধ্র প্রদেশ-উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

লঘুচাপটির বির্ধতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে শনিবার সন্ধ্যা ৬টা লাগাদ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছিল । এসময় দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে অন্যত্র বাড়তে পারে সামান্য।

আগামি ৪৮ ঘণ্টা তথা রোববার সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমান্বয়ে কমবে বলে জানানো হয়েছে। আর বুধবার নাগাদ আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

বার্তা কক্ষ,২৬ অক্টোবর ২০১৯

Share