কচুয়া

কচুয়ার রাগদৈল উবি’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

চাঁদপুরের কচুয়ার রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তি প্রাপ্তদের কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মো.রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো.শাহআলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ও ব্যাংকার মো.হাবিবুর রহমান জাহাঙ্গীর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির সম্পদ। আজকের শিক্ষার্থীরাই আগামিতে এ এলাকা তথা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। আমি মনে করি শুধু মাত্র শিক্ষকদের একার প্রচেষ্টায় শিক্ষা এগিয়ে নেয়া সম্ভব না। শিক্ষার মান্নোয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর যৌথ সমন্বয়নের মাধ্যমে এগিয়ে নিতে হবে। ’

এ সময় তিনি আরো বলেন,‘আমি এ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। এ স্থানে দাঁড়িয়ে কিছু বলতে পারার অনূভূতি অন্য রকম। আমি আগামিতে এ বিদ্যালয়ের ৮ম ও ১০ম শ্রের্ণীতে জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তি প্রাপ্তদের অনুদান দিয়ে সহযোগিতা করবো।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনোরঞ্জন দাস,সহকারী প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম প্রধান,ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মজুমদার প্রমুখ।

এ সময় কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,সিনিয়র সদস্য মো. সফিকুল ইসলাম মোল্লা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

জিসান আহমেদ নান্নু , ২৮ সেপ্টেম্বর ২০১৯

Share