চাঁদপুর

চাঁদপুরে আলোচনায় সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলনের মধ্যদিয়ে কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিকেলে

জেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.সলিম উল্ল্যাহ সেলিমের সভাপ্রধানে ও মুনির চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাস্টার।

তিনি বলেন, আজ আমরা বুক ভরা কষ্ট নিয়ে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনেক বেদনাদায়ক।

বিএনপির সাবেক এ নেতা দাবি করেন, আজ তো আমাদের বিক্ষোভ ছিলো না। একটা বৃহৎ সংগঠনেরর প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশ র‌্যালি করতে দিচ্ছে না। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী থাকবে নিরপেক্ষ। কিন্তু তাদের ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। একদিন তাদেরও এমন অবস্থা হবে।

বক্তারা বলেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আজ মিথ্যা মামলা। হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। এভাবে জুলুম নির্যাতন করে এ সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। অনেকে বলে বিএনপি রাজনীতি জানে না। বিএনপি রাজনীতি না জানলে ৩ বার রাষ্ট্রিয় ক্ষমতায় আসতো না। বর্তমানে দেশে বিএনপির জনপ্রিয়তা কতটুকু তা প্রমান করতে নিরপেক্ষ নির্বাচন দিন। তাহলেই প্রমান হয়ে যাবে। শিঘ্রই কেন্দ্র থেকে বড় আন্দোলনের ডাক আসবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।’

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান আক্তার হোসেন মাঝি,এড.হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড.শামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, এড.জহির উদ্দিন বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড.জাহাঙ্গীর হোসেন খান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. কামাল হোসেন,জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম বাদল,

জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎসজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক ও আশিক বিন রহিম,
১ সেপ্টেম্বর, ২০১৯

Share