চাঁদপুরে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ‘একজন বন্ধু দুটি গাছ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মাধ্যমে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমীতে চাঁদপুর বন্ধুসভা কর্মীরা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। বন্ধুসভা থেকে চাঁদপুরে প্রায় ৩ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোফরান হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি জান্নাতুল ফেরদৌস সুপ্ত। সংগঠনের অন্যতম সদস্য তন্ময় দে’এর সৌজন্যে আক্কাস আলী একাডেমীর শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
এ ছাড়া দিনব্যাপি কার্যক্রমে বন্ধুসভার বেশির ভাগ বন্ধুই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা হলেন, চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, ক্রীড়া সম্পাদক শাহ আমানত উল্লাহ, অনুষ্ঠান সম্পাদক পুলক রায়, উপ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত সাহা, নারী সম্পাদিকা মালিহা নাছরিন, সাহিত্য সম্পাদিকা সোমা তালুকদার, সদস্য তন্ময় দে ও সুলতান।
প্রেস বিজ্ঞপ্তি, ৩০ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur