চাঁদপুরের হাজীগঞ্জে তাল পড়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ আগস্ট) রাত ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব পাড়া মোল্লা বাড়ির মৃত কাশেম মোল্লার ছেলে । তিনি তিন সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা জহিরুল আলম জানান, ররিবার রাত ১১ টায় তিনি ঘর থেকে পকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। হটাৎ তাদের পুকুর পাড়ের তাল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তাল গাছ থেকে তার মাথায় একটি তাল পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়। তার আত্নচিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা এহসানুল হক মিলন জানায়, শাহাদাত হোসেন দীর্ঘ দিন থেকে তার গ্রামে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি মোহাম্মদপুর গ্রামে শাহাদাত মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শিক্ষার্থী ও অভিভাভাবকসহ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৬ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur