শহরের প্রিতম জেন্টস পার্লারের ২য় তলা থেকে ১শ’ পিস ইয়াবা ও ২৬ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর কোষ্টগার্ড। বুধবার (২ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ এর নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের (এনডিসি) মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা পার্লারের ২য় তলায় অভিযান পরিচালনা করে।
আটকৃতরা হলেনঃ শহরের ষোলঘর বিটি রোড এলাকার মোঃ তসলিমের ছেলে দুলাল (৩৩) ও চৌধুরীপাড়া এলাকার মৃত. আবদুল হাকিম এর ছেলে মাহবুবুল হক নিপু (৪৮)।
জানা যায়, চাঁদপুর শহরের কালিবাড়ি এলাকার চাঁদপুর টাওয়ারের পাশে প্রিতম জেন্টস পার্লারে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের (এনডিসি) মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানকালে পার্লারের ২য় তলা থেকে দুলাল ও মাহবুবুল হক নিপু কে ১শ’ পিস ইয়াবা ও ২৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
এ সময় তাদের ব্যবহ্নত ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। পরে আটককৃতদের চাঁদপুর কোষ্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক : স্টাফ করেসপন্ডেন্ট, ৩ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur