চাঁদপুর

চাঁদপুরে এক-দুই টাকার জন্যেও বিচ্ছিন্ন হচ্ছে সংযোগ : পরিশোধে চরম ভোগান্তি

এক-দুই টাকার বকেয়া বিলের জন্যে বিনা নোটিশে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ আবার সে বিল পরিশোধে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এ নিয়ে চাঁদপুরের সহস্রাধিক সাধারণ গ্রাহকের অভিযোগের অন্ত নেই। তাদের দাবি অজানা বা পূর্বের ভাড়াটিয়ার রেখে যাওয়া এক দুই টাকার বকেয়া বিলের জন্যও বন্ধ হয়ে যাচ্ছে প্রিপেইড মিটার।

ফলে নিদারুণ দুর্ভোগ পোহাচ্ছে ওইসব ভূক্তভোগী গ্রাহক। আর এতে ক্রমশ: ফুসে উঠছে সাধারণ মানুষ। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, সরকারি রাজস্ব আদায় করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চাঁদপুর বিদ্যুৎ বিভাগ সুত্রে মতে, শহরের নতুন বাজার শাখার আওতায় পিডিবির ৫৪ হাজার গ্রাহক রয়েছে। বৈদ্যুতিক লাইন রয়েছে ২ হাজার ৯০ কিলোমিটার। এরমধ্যে ইতোমধ্যে ৪৫ হাজার গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় চলে এসেছে। এসব গ্রাহকরা টাকা রিচার্জের মাধ্যমে মিটার সচল রেখে বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।

জানা গেছে, চাঁদপুর শহরের নাজির পাড়া, গুয়াখোলা, প্রফেসার পাড়া, কোড়ালিয়া রোডসহ বিভিন্ন এলাকার শত শত গ্রাহকের ১ থেকে ১০০ টাকার নিচের বকেয়া বিদ্যুৎ বিলের জন্য হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ। উপায়ন্তর না পেয়ে ওইসব গ্রাহক ধর্ণা দিচ্ছেন বিদ্যুৎ অফিস, কম্পিউটারের দোকান ও ব্যাংকে। আর সেখানে গিয়েও ১ টাকার বিদ্যুৎ বিল পরিশোধে ব্যয় হচ্ছে কয়েকশ টাকা। শুধু-তা-ই নয়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে অনেক।

শহরের নাজির পাড়া, গুয়াখোলা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম, তানভির, মজিবুর রহমান, সিদ্দিকুর রহমানসহ অনেক গ্রাহক অভিযোগ করে বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বকেয়া বিল পরিশোধ করে প্রিপেইড মিটার নিয়েছি।

তখন থেকেই টাকা রিচার্জের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করছি। কিন্তু এতদিন পর হঠাৎ করে ১ টাকা দুই টাকা বিদ্যুৎ বিল বকেয়া দেখিয়ে মিটার লক হয়ে যায়। আর তা পরিশোধে অতিরিক্ত টাকার পাশাপাশি ভোগান্তিরও অন্ত নেই।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, আমরা আগেই বিষয়টি জেনেছি। তবে সাধারণ মানুষের ভোগান্তি হোক, তা আমরা চাই না। সহসাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন, এক টাকা হলেও সরকারি রাজস্ব আমাদের আদায় করতে হবে। তবে আগে বড় অংকের টাকা আদায় করা হয়েছে, এখন ধাপে ধাপে ছোট অংকের টাকা আদায় করা হচ্ছে।

আরো পড়ুন- বিষফোঁড়া প্রিপেইড মিটার : বাড়িওয়ালার ফি ভাড়াটিয়ার ঘাড়ে

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৩ অক্টোবর ২০১৯

Share