Home / চাঁদপুর / ‘মাস শেষে বেতন চাই, চাকরি শেষে পেনশন চাই’
pouro-staff-program

‘মাস শেষে বেতন চাই, চাকরি শেষে পেনশন চাই’

‘একদেশের দুই নীতি মানি না মানবো না- ‘মাস শেষে বেতন চাই, চাকরি শেষে পেনশন চাই’ এ শ্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদুর জেলার ৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

রাষ্ট্রীয় কোষাগার থেকে জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা ও সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে ২ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার ৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে।

পৌর কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সচিব আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘আমাদের মন্ত্রণালয় আমাদের সাথে বেইমানি করেছে। আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবী আদায় করে ঘরে ফিরবো।’

তারা বলেন, ‘৩২ হাজার ৫শ’ কর্মচারীকে অভুক্ত রেখে জাতির পিতার স্বপ্ন এদেশে কখনো পূরন করা সম্ভব না। কারন নিয়োগ দেয় সরকার কিন্তু পদোন্নতি, বদলি, ছুটি ও যে কোন কিছুর অনুমোদন দেয় স্থানীয় সরকার বিভাগ। অথচ এ বিভাগ থেকে মাস শেষে পৌর কর্মকর্তা কর্মচারীদের কোন বেতন দেয়া হয় না।’

বক্তারা আরো বলেন, যেখানে সরকার বেসরকারি চাকুরীজিবীদের পর্যন্ত পেনশন দেওয়ার কথা চিন্তা করছে। সেই অবস্থাতেও সরকার কর্তৃক নিয়োগকৃত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কোন বেতন বা পেনশনই দেওয়া হচ্ছে না।

চাঁদপুর জেলা পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সচিব খোরশেদ আলম, হাজীগঞ্জ পৌরসভার সচিব নুরুল আমিন, ফরিদগঞ্জ পৌরসভার অফিস সহকারী আসমা আক্তার, বিভাগীয় প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রাসেল, সহ প্রচার সম্পাদক আবু খায়ের মনু, মহিলা সম্পাদিকা ফারজানা বেগম লাকী, চাঁদপুর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, হিসাব রক্ষক পানি সরবরাহ আবদুল বাতেন মিয়াজী,

মতলব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, চাঁদপুর পৌরসভার কার্য সহকারী গোপাল চন্দ্র বণিক, কচুয়া পৌরসভার টিকা সুপারভাইজার হোসেন আহমেদ, মতলব পৌরসভার কর আদায়কারী শাহেদ হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতাহার হোসেন, উপ সহকারী প্রকৌশলী মাহামুদুন নবী, অফিস সহকারী আছমা আক্তার পলি, ছেঙ্গাচর পৌরসভার কামরুন্নাহার, কর্মচারী সংসদের সভাপতি মাহামুদুল্লাহ নিপু, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের ক্রীড়া সম্পাদক এডভোকেট নজিবুল হক সেলিম, ফরিদগঞ্জ পৌরসভার কর্মকর্তা রঞ্জন পোদ্দার।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২ জুলাই ২০১৯