কমিটি গঠনকল্পে পৌর শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বাদল।
পৌর শ্রমিক দলেন আহ্বায়ক মো. ফরিদ মোস্তানের সভাপতিত্বে এবং মো. নয়ন ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছোটন বেপারী, শ্রমিক দল নেতা আবুল কালাম কালু, আঃ রহমান বেপারী, মো. ছলেমান মস্তান, মো. আনোয়ার হোসেন খলিফা, মো. চারু মিয়াসহ জেলা, পৌর ও ১৫টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি /সাধারণ সম্পাদকরা।
সভায় বক্তারা বলেন, ‘আমরা শ্রমিকরা একটি ট্রেডের মাধ্যমে রাজনীতি করি। আইনের ব্যক্তয় এখানে করা যায় না। তবে রাজনীতির ক্ষেত্রে আমাদের কোন ধরাবান্দা নেই। আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে জেলে রয়েছে। জেলা শ্রমিক দল রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম জিয়া কে মুক্ত করে আনবে।
‘বর্তমান সরকারের সকল অন্যায়, অত্যাচার, জুলুম, গুম-খুনের জবাব এ দেশের জনগন দিবেন। তাই সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ৪ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur